মুহাম্মদ মহসিন আলী,ব্রাহ্মণবাড়িয়া।
নির্মাণাধীন বিল্ডিং থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২১ বোতল স্কফসিরাপ ও দুশো পিছ ইয়াবা সহ দুইজন কে আটকের পর জিজ্ঞাসাবাদ করে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে বিজয়নগর থানার আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে সাংবাদিকদের জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানাযায় গতকাল সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে, মাদক উদ্ধারে বিজয়নগর থানার আউলিয়া বাজার তদন্ত কেন্দ্রের ইনস্পেক্টর মাসুদ এর নেতৃত্বে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের অলিপুর গ্রামে বিশেষ অভিযান শুরু করেন। এসময় জালাল ফকিরের ছেলে বাবুল ফকির (৪০) এর নিজ বিল্ডিং থেকে তাকে সহ একই ইউনিয়নের অন্তত পুর গ্রামের রিষ্ট মোহন সরকারের ছেলে দেবু সরকার (৩৪) কে ১২১ বোতল স্কফসিরাপ ও ২০০ পিছ ইয়াবা সহ দুইজন কে আটক করেছে।
এবিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মো রাজু আহমেদ বলেন, মাদক সহ দুইজন কে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে মাদক কারবারের সাথে আর কে কে জড়িত আছে তথ্য উদ্ধারের পর, তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজুর পর, আদালতে সোপর্দ করা হবে।
সংবাদপত্র বা খবরের কাগজ হল একটি লিখিত প্রকাশনা যার মধ্যে থাকে বর্তমান ঘটনা, তথ্যপূর্ণ নিবন্ধ, সম্পাদকীয়, বিভিন্ন ফিচার এবং বিজ্ঞাপন।এটি সাধারণত স্বল্প-মূল্যের কাগজে মুদ্রণ করা হয় যেমন নিউজপ্রিন্ট।এছাড়াও ২৪ঘন্টা অনলাইন মাধ্যমে সকল তথ্য বা সংবাদ পড়ছে মানুষ,পৃথিবীর আধুনিক বিপ্লব ও সংগ্রামের ইতিহাসে সংবাদপত্রের ভূমিকা অনেক ।
Leave a Reply